ময়মনসিংহের ফুলপুর থেকে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলপুর পৌরসভার চর কাজিয়াকান্দা হকার্স মার্কেটের ভেতর হতে চর কাজিয়াকান্দা গ্রামের সাইদুল ইসলাম (৩২) ও একই এলাকার মোফাজ্জল হোসেন (৩০)কে ৮ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এছাড়া পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নিজদেওলা গ্রাম থেকে ১২০ গ্রাম গাজাসহ নুরুল ইসলামকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ফুলপুর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এরপর তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ