রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় পতালক বাস চালককে ঘটনার ১৮ দিন পরে গ্রেফতার করেছে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে তাকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজার থেকে গ্রেফতার করা হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ সেপ্টম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ বাজারের পশ্চিম দিকে খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী দুইটি পরিবহন বাসের সংঘর্ষ হয়। পরিবহন বাস দুইটির মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন নিহত হন। ঘটনার পরপরই একটি পরিবহন বাসের চালক দেলোয়ার হোসেন পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ শুক্রবার তাকে কৌশলে ইকরচালি বাজারে ডেকে আনেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার চালক দেলোয়ার হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। সে কিশোরগঞ্জের রঘু নন্দনপুর এলাকার আনোয়ার হোনের পুত্র। তাকে হাইওয়ে থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ