কেরানীগঞ্জের কলাতিয়ায় ট্রাকচাপায় সাইদুল ইসলাম শুভ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শুভ উপজেলার ঘাটারচর (শান্তিপুর) এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি কলাতিয়া বাজার থেকে ঘাটার চর যাচ্ছিলেন।
শুক্রবার রাত সড়ে ৮টার দিকে কলাতিয়া-আটিবাজার রোডের নিশান বাড়ি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, রাত সাড়ে ৭টার দিকে শুভ ও তার এক বন্ধু কলাতিয়া বাজার থেকে ঘাটারচর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আটিবাজার-কলাতিয়া রোডের নিশান বাড়ি কওমি মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। তবে অপর আরোহী সুস্থ রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন