ভোলার তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। এই দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা। এসময় জব্দকৃত ২টি ড্রেজার এবং ৭টি বাল্কহেড ৪৬ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এসময় তারা দুইটি ড্রেজার এবং ৭টি বাল্কহেড জব্দ করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, রবিবার ভেদুরিয়ার এলাকার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার ও ৭ বাল্কহেড জব্দ করা হয়। এসময় ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা ভোলা ও বরিশালের বাসিন্দা।
বিকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আলী সুজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। অপরদিকে জব্দকৃত ড্রেজার ও বল্কহেডগুলো ৪৬ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়।
বিডি প্রতিদিন/এএ