খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দীঘিনালার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো-মুসলিমপাড়ার কামাল হোসেনের ছেলে ফারহান হোসেন (২) ও নুর আলমের মেয়ে নুসরাত জাহান (২)।
কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান নলেজ চাকমা বিষয়টি নিশ্চিত করেন। মৃতরা সম্পর্কে চাচা-ভাতিজি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে দুই শিশু বসেছিল। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রমেশ চাকমা জানান, হাসপাতালে আনার আগে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই