বগুড়ার শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনে উদ্যোগে পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম।
এই সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, উপজেলা স্বাস্থ্য-পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বক্তব্য রাখেন।
এ ছাড়া প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত কুমার বসাক, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, পৌর পূজা উদযাপন পরিষদের নেতা শুভ কুন্ডু, শুভ অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পরিমল দত্ত, চঞ্চল কুমার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, এ বছর শেরপুর উপজেলায় মোট ৮৮ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর