নাটোরের সিংড়ায় ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. ফাতু (৫০) এবং সজিব (২০)। সম্পর্কে তারা বাবা-ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১৪ আগস্ট সিংড়া উপজেলার কাজীপুর এলাকার মো. ফাতু প্রতিবেশী শান্ত হোসেনের বাড়িতে যায়। শান্ত বাড়ি না থাকার কথা শুনে পানি খেতে চায় ফাতু। এ সময় ভুক্তভোগী পানি আনতে ঘরে ঢুকলে ফাতুও তার পিছু পিছু ঘরে ঢুকে জাপটে ধরে ঘরের মেঝেতে ধর্ষণের চেষ্টা করে।
নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফাতু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করে। খবর পেয়ে ফাতুর ছেলে সজিব চাকু নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি ছুরি চালাতে থাকে এবং পিতা ফাতুকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছুরির আঘাতে তিনজন আহত হন। এ ঘটনায় শান্ত বাদী হয়ে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি মামলা করেন।
র্যাব-৫ এর একটি দল র্যাব-১৩ রংপুরের সহায়তায় মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. ফাতুকে এবং একইদিন সিংড়ার কাজীপুর থেকে তার ছেলে সজিবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল