প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে মরহুম আব্দুল করিম পাটোয়ারী ফাউন্ডেশনের পক্ষ থেকে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে তরপুরচন্ডী ইউনিয়নে ঘর প্রদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/এমআই