বগুড়ার সারিয়াকান্দিতে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ১ জন যুবককে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বোহাইল ইউপির ধারাবর্ষা চরে অভিযান পরিচালনা করে ১২৫ সিসির ২টি এবং ১৩৫ সিসির ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ সময়ে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত রবিউল ইসলাম আকন্দ (৩০) নামে একজন যুবককে আটক করা হয়েছে। রবিউল উপজেলার বোহাইল ইউপির ধারাবর্ষা গ্রামের জিন্নাহ আকন্দের ছেলে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, উদ্ধার করা মোটরসাইকেল থানার হেফাজতে রাখা হয়েছে। মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত যুবককে বুধবার বিকালে বগুড়া জেলার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম