নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বারইপাড়া নামক স্থানের নবগঙ্গা নদীরচর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
পুলিশ জানায়, উপজেলার নবগঙ্গা নদীর বারইপাড়া নামকস্থানে নদীর চরে আটকে পড়া গলায় কলসী বাঁধা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে কালিয়া থানা পুলিশ বুধবার দুপুর ১টার দিকে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ নড়াইল মর্গে পাঠিয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, গলায় কলসী বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম