নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্ল্যাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আওতায় ডিপিএফ এই প্রতিযোগিতা ও সভার আয়োজন করে।
বুধবার বিকেল ৩টায় শহরের সাহারা প্লাজায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সরকারি এনএস কলেজ ও দিঘাপতিয়া এমকে কলেজ। প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের মধ্যে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহমেদ।
পরে ডিপিএফ’র সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুর আহমেদ মাছুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহসিন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী ও ফোরামের সহ-সভাপতি পারভিন আক্তার প্রমুখ।
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান। প্রতিযোগিতা ও সভায় বিভিন্ন স্তরের স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই