'শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা' এ শ্লোগাণকে সামনে রেখে বাঙালির অহংকার, উন্নয়নের রূপকার মাদার অফ হিউম্যানিটি, নারী অধিকারের স্তম্ভ, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদপ্তর ও শরীয়তপুর শিশু একাডেমির অংশগ্রহণে আজ জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শরীয়তপুর জাতীয় মহিলা সংস্থার সভাপতি এডভোকেট রওশন আরার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, শরীয়তপুর শিশু একাডেমির কর্মকর্তা সরল বড়ুয়া। এছাড়া শরীয়তপুর ৯ মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ