মানিকগঞ্জে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আজকের র্যালিতে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. সিদ্দিকুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরশাদ উল্লাহসহ কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থী, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘ইউজ হার্ট ফর এভরি হার্ট।’ চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় হৃদরোগকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
বিডি প্রতিদিন/আবু জাফর