নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কেটে রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভরে উপজেলার স্বরপপুর রেলগেট এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। নিহত রাসেল বাগাতিপাড়া উপজেলা সদরের শ্রীরামপুর পুরাতন সড়ক এলাকার জমিরউদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত যুবক কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিনর মত বৃহস্পতিবার ভোরে মা ও ছেলে ঘুম থেকে ওঠেন। মা জানফুল তার ছেলের জন্য ভাত রান্না করতে বসেন। এ সময় ঘুমে কাতর রসেল বাহিরে ঘুরে আসার কথা বলে বাড়ির কাছে রেল লাইনের ধারে যায়।
পরে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাসেল। রাসেলের দেরি দেখে প্রতিবেশীদের সাথে ছেলেকে খুঁজতে গিয়ে ছেলেকে রেল লাইনের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন জানফুল বেগম। পরে খবর বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের ওপর থেকে মৃতদেহ উদ্ধার করে।
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে তিনটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস নাটোর স্টেশনে আসে। দুই মিনিট বিরতির পর ট্রেনটি নাটোর স্টেশন প্লাটফর্ম ছেড়ে যায়। ট্রেনটি বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুর রেলগেট অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। সেখানে সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর