দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ আলমগীর হোসেন (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি হত্যার ঘটনা হতে পারে। বৃহস্পতিবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি দক্ষিণনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি দক্ষিণনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি একজন কৃষক।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ শয়নকক্ষ থেকে বাইরে বের হন আলমগীর হোসেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ওই এলাকার একজনের ব্রয়লার মুরগির খামারের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম