চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে সিফাত (১৩) নামে এক শিশু ডুবে মারা গেছে। মৃত সিফাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই মাষ্টার পাড়া মহল্লার মো. সুমনের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পরে বেলা ৩টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে নদীতে তল্লাশি চালিয়ে সিফাতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
সদর মডেল থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম