৩ অক্টোবর, ২০২২ ১৯:০১

‘ধর্মান্ধ গোষ্ঠী সরকারের অর্জনকে কুলষিত করতে তৎপর’

কুমিল্লা প্রতিনিধি

‘ধর্মান্ধ গোষ্ঠী সরকারের অর্জনকে কুলষিত করতে তৎপর’

কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। এদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু কিছু লোক পূজা আসলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে। আমরা সকলে মিলে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।  

উপজেলার রাজামেহার, ধামতী ও ভানী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী বিশ্ববাসীর কাছে সরকারের এ অর্জনকে কুলষিত করতে তৎপর রয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

এ সময় ভানী ইউপি চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভূঁইয়া, রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হানিফ খাঁন, আজহারুল ইসলাম ভূঁইয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর