৫ অক্টোবর, ২০২২ ১৯:২৪

দেশে সব ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করছে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশে সব ধর্মের মানুষ শান্তিতে উৎসব পালন করছে : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বলেছেন, দেশে সব ধর্মের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেছে। ধর্ম যার যার আনন্দ সবার। এই শ্লোগানকে সামনে রেখেই বাংলার সকল ধর্মের লোক আনন্দের সাথে নিজ নিজ ধর্ম পালন করছে আওয়ামী লীগ সরকারের আমলে।

মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশের মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমূলে নির্মূল করায় দেশে শান্তির বাতাস বইছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর ছাত্রলীগ সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সামুয়েল আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা ও সহসভাপতি ফাহিম আহমেদ রাকিব প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর