ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি গ্রামীণ মানবিক সংস্থা (গ্রামাউস)-এর আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে পৌরসভা গেট, উপজেলা পরিষদ গেট, মহিলা ডিগ্রি কলেজ গেট, ইসলামী ব্যাংক ও ভাষা সৈনিক এম শামসুল হক চত্ত্বর হয়ে পুনরায় গ্রামাউসের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় 'পরিবর্তীত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা'-প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ফুলপুর সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, গ্রামাউসের পরিচালক মো. ফজলুর রহমান, কর্মসূচি সমন্বয়কারী রাঘব দত্ত, গ্রামাউসের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার (সমৃদ্ধি) মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ