সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ চাই’ বরিশাল টিমের ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয়।
টিমের সমন্বয়ক শফিকুল ইসলাম সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শফিক রনি, মাহফুজা নুসরাত মোনা ও সোহাগ ফরাজীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বর্তমানে মাস্টার্স শেষ করতেই অনেক বছর পেরিয়ে যায়। তারপর সরকারি চাকরির আবেদনের জন্য তেমন সময় হাতে থাকে না। তারা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য সরকারের কাছে দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন