ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জসহ সারাদেশে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক র্যালি করেছে ফরিদপুর মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে শোক র্যালিটি বের হলে তাতে পুলিশ বাধা প্রদান করে।
পুলিশের বাধা উপেক্ষা করে দলের নেতা-কর্মীরা শোক র্যালিটি বের করে। র্যালিটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে ফরিদপুর প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা বিএনপি সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। শোক র্যালিতে জেলা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা