সিরাজগঞ্জের তাড়াশে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জানা যায়, গত ২৫ মে ভোরে ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে তাড়াশের বারুহাস বাজারে যায় ইসলাম সরকার। অনেক রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। ঘটনার পরদিন সকালে তাড়াশ বাজারের বারুহাস পাকা রাস্তার জোড়া পুকুর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইজিবাইক চালক জেলার তাড়াশ উপজেলার সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে ইসলাম সরকার (৩০)।
বৃহস্পতিবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, আদালতের আদেশে মামলাটির তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাধ্যমে ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন ওরফে টুটুল (৩০), একই উপজেলার কয়ড়া বাগলপুর গ্রামের মৃত খোকা সরকারের দুই ছেলে ইছা সরকার (৩০) ও ছুরত আলী সরকার (৪০)।
বিডি প্রতিদিন/এএম