ভোলায় মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলাকালীন যাতে জেলেরা নদীতে মাছ না ধরে এজন্য জেলেদেরকে সচেতন করতে সভা করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইলিশা মাছঘাটে নৌ-পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মাহাবুব রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আব্দুর করিম এবং স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইলিশের ডিম ছাড়ার জন্য ভোলার মেঘনা তেতুলিয়া নদীর মিঠা পানি অনেক গুরুত্বপূর্ণ স্থান। তাই ডিম ছাড়ার জন্য মা ইলিশ নদীতে উঠে আসে। নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ না পেলে আগামীতে নদীতে ইলিশ পাওয়া যাবে না। একইসঙ্গে জাটকা সংরক্ষণ করারা উপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। পাশাপাশি কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরতে নামেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বক্তারা।
এ ছাড়া জেলেদেরকে সচেতন করতে মাছঘাটগুলোতে লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ