ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের ধাক্কায় নিপেন্দ্র (৭০) নিহত হয়েছে। তিনি মাধবপুর উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর বাজারে কাজ শেষে ইসলামপুর বাজার বাসষ্ট্যান্ড থেকে মাধবপুরগামী বাসে উঠার সময় বাসের ধাক্কায় আহত হয়। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হলে ঢাকা যাওয়ার পথিমধ্যে সুহিলপুর নামক স্থানে সে মারা যায়।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ সত্যতা নিশ্চিত করে জানান, সে ইসলামপুর বাজারে জুতা সেলাই এর কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে সে বাসের ধাক্কায় আহত হয়ে মৃত্যু বরন করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম