আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবি তারিক। ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান নান্টু, ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক, সোনিতা নাছরিন, এসএম মাসুদ রানা, তোজাম্মেল হক, হাসানুল করিম পুটু, মাসুদুল হক বাচ্চু, সাজ্জাদ হোসেন শিপন ও বেলাল হোসেন বাবু।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
বিডি প্রতিদিন/এএ