নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি বাড়ির কাছে ঝোপ থেকে ইমন মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার হাজিগঞ্জ মুলিবাশ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ইমন মিয়া ওই এলাকার ইব্রাহীম হোসেন ইবু মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে পরিত্যক্ত বাড়ির কাছে ঝোপ থেকে ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে। এছাড়া তার পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে।
জেলা পুলিশ সুপার বলেন, বুধবার রাতের কোনো এক সময় হত্যাকাণ্ড হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল