বরগুনা শহরের ধানসিড়ি সড়কে সৎ ভাই রাকিবুল হাসানের কাছে টাকা চেয়ে না পেয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাই রিপনের বিরুদ্ধে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রিপনের ধানসিড়ি বাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিবুল বরগুনা ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শহরের মুসলিম পাড়া বাবার বাসায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
রাকিবুলের স্ত্রী মুন্নী জানান, কয়েকদিন যাবৎ রিপন তার ছোট ভাইকে মোবাইল করে টাকা দাবি করে আসছিল। রাকিবুল তাকে বলে বাবার জায়গা বিক্রি করলে তাকে টাকার ব্যবস্থা করা হবে। সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার পথে রিপনের বাসার সামনে গিয়ে তার সাথে কথা হয়।
কথা শেষে যাওয়ার সময় তাকে রামদা দিয়ে কোপ দেয় রিপন। হাত দিয়ে কোপ থামাতে গেলে রাকিবুলের বাঁম হাতে দুটি কোপ লেগে রগ কেটে যায়। পরে আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এখনো মামলা হয়নি। তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই