ঢাকার ধামরাইয়ের নান্নার গ্রামে ভুল চিকিৎসায় রফিকুল ইসলাম নামে এক যুবকের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। গত ১১ দিন ধরে ওই যুবক সাভারের একটি বেসরকারী হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন।
জানা গেছে, রফিকুল ইসলামের নাক দিয়ে রক্ত বের হওয়ার কারণে গত ১ অক্টোবর ধামরাইয়ের নান্নার বাজারের পল্লী চিকিৎসক ডালিম হোসেনের দেওয়ান ফার্মেসীতে যান। এসময় ডালিম হোসেন কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নিজের ইচ্ছামতো রফিকুলের বাম বাহুতে ইনজেকশন পুশ করেন। এরপরই তার হাত ফুলে যায়। এক পর্যায় হাতসহ সারা শরীরে ফোসকা ওঠে ও রক্ত জমাট বেধে ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি ডালিম হোসেনকে জানালে অন্য চিকিৎসকের কাছে যেতে নিষেধ করে নিজেই কিছু উচ্চমানের এন্টিবায়োটিক ওষুধ দিয়ে শতভাগ নিশ্চয়তা সহকারে রফিকুল সুস্থ হয়ে যাবে বলে আশস্ত করেন। কিন্তু সুস্থ না হয়ে শরীরের অবস্থা আরও অবনতি হলে ২ অক্টোবর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ দিন ধরেই সেখানে রফিকুলের চিকিৎসা চলছে। তার জীবন এখন সংকটাপন্ন বলে চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের লোকজন জানিয়েছেন।
বাদী শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল