দিনাজপুরের বীরগঞ্জে ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের আবাসিক হলের কক্ষ হতে রনি কিশোর নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রনি কিশোর (১৫) দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের কামোর গ্রামের সংকর রায়ের ছেলে এবং বীরগঞ্জ পৌরসভায় অবস্থিত ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে বীরগঞ্জ ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের আবাসিক হলের ১০৮ নম্বর কক্ষ হতে সিলিং ফ্যানের সাথে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
মৃত রনি কিশোরের সহপাঠী হৃতিক রায়সহ অনেকে জানায়, স্কুলের আবাসিক হলের ১০৮ নম্বর কক্ষে রনি কিশোর এবং মাহিত হাসানসহ তারা ৩ জন থাকত। পুজার ছুটি শেষে গত ৯ অক্টোবর রনি রুমে উঠে। বৃহস্পতিবার রীতি মতো একসাথে ক্লাশ হতে রুমে ফিরে। সন্ধ্যায় সে মাথা ব্যাথার কথা বলে রুমে চলে যায় এবং মাহিত হাসান নামাজ পড়তে চলে যায়। সে বাইরে বসে এক বন্ধুর সাথে গল্প করছিলেন। মাহিত নামাজ পড়ে এসে রুমের গিয়ে দেখে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে আবাসিক শিক্ষক আল-আমিনকে বিষয়টি জানান।
আবাসিক শিক্ষক মোঃ আল-আমিন জানান, কক্ষের সামনে এসে দরজা বন্ধ এবং কোন সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বিদ্যালয় প্রশাসন এবং বীরগঞ্জ থানাকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। বিদ্যালয়ের আবাসিক হলে মোট ৪০ জন শিক্ষার্থী থাকে। প্রতিটি রুমে ৩ জন করে শিক্ষার্থী থাকে বলে বলে তিনি জানান।
রাতেই বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন এবং বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ