ফেনী নদী থেকে বালু উত্তোলন কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে চট্টগ্রামের বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেনী নদীর মুহুরী সেচ প্রকল্প এলাকা থেকে নদী পথে প্রায় তিন কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাকি দুইজন হলেন- বারাইয়ার হাটের হিঙ্গুগুলী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক অশোক সেন (৪২) ও চমানপুর ইউনিয়ন যুবলীগকর্মী সাইদ খান দুখু।
স্থানীয়রা জানান, ফেনী নদীর মুহুরী প্রজেক্ট এলাকায় বালু তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই উপজেলার সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে খোকনের লোকজন নিয়ে জোরপূর্বক ফেনী নদী থেকে বালু তুলে নিয়ে যায়। শুক্রবার সকালে পুনরায় তিনি লোকজন নিয়ে ফেনী নদী থেকে বালু তুলতে গেলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মেয়র খোকন ও অশোক সেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজ উদ্দিন জানান, খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার পেটে ও শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে। তাকে ও অশোক সেনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। দুখু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, মেয়র রেজাউল করিম খোকনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালিদ হোসেন বলেন, আমরা গোলাগুলির ঘটনা শুনে সেখানে ফোর্স পাঠিয়েছি। কোন অপ্রত্যাশিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তৎপর আছি। তবে কোন পক্ষই এখনো পর্যন্ত কোন অভিযোগ করেনি।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রিপন বলেন, আমি এখানকার বৈধ ইজারাদার। খোকন অস্ত্র নিয়ে অবৈধভাবে এখান থেকে বালু তুলতে আসেন। আমার লোকজন গুলি করার প্রশ্নই ওঠে না। তাছাড়া সরকারি কাজের জন্য বালু উত্তোলন করতে হলে খোকন বৈধ পন্থায় জেলা প্রশাসককে বলে বৈধভাবে তুলতে পারতো। লোকজনসহ বন্দুক নিয়ে, ১২-১৩টি ড্রেজার মেশিন নিয়ে অবৈধভাবে অন্যের ইজারাকৃত ঘাটে বালু তুলতে সে যাবে কেন? বাস্তবতা হলো, খোকন নদী পথে সোনগাজীর মুহুরী প্রজেক্ট এলাকার কাছাকাছি গিয়ে বালু উত্তোলন শুরু করলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে খোকনের লোকেরা দিকবেদিক না পেয়ে এলাপাড়ি গুলি করতে গিয়ে নিজেদের গুলিতে নিজেরা আহত হয়। আমি ও আমার লোকজন ঘটনার সাথে কোনভাবেই জড়িত নই। আমি বৈধ ইজারাদার। আমি কেন বন্দুক নিয়ে বালু মহল পাহারা দেব। তিনি আরও জানান, এই পর্যন্ত প্রশাসন খোকনের অনেকগুলো বোর্ড অনেকবার আটক করেছে। গতকালও প্রশাসন তার দুটি অবৈধ বোর্ড আটক করেছে।
বিডি প্রতিদিন/এএম