“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান ” এ পতিপাদ্য সামনে রেখে রংপুর জেলা প্রশাসকের আয়োজনে ও বিএসটিআই রংপুরের সহযোগিতায় বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার নগরীর কাচারীবাজারস্থ রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহামুদ, রংপুর চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহামান, সাধারণ সম্পাদক আহসানুল হক তুহিন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিএসটিআই রংপুর এর উপ-পরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় প্রধান মফিজ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না, রংপুৃর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াজ শহীদ শোভন, মফিজুল ইসলাম চাঁন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ