''প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে নগরীর জেলা প্রাণিসম্পদ কার্যালয় হলরুমে আলোচনা সভায় রংপুর জেলা প্রানিসম্পদ আফিসার কৃষিবিদ ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ মোস্তাফিজার রহমান মোস্তফা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, রংপুর জেলা পোল্ট্রিশিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকনসহ বিভিন্ন খামারের প্রতিনিধিগণ।
বিডি প্রতিদিন/এএ