মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় আড়িয়াল খাঁ নদে নৌকা ডুবে জিসান শিকদার (২৪) নামে এক যুবক নিখোঁজ হন। কিন্তু নিখোঁজের দু’দিনেও তার সন্ধান মেলেনি। নিখোঁজ জিসান শিকদার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের হায়দার শিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে বাহেরচর কাতলা গ্রাম থেকে খোয়াজপুর এলাকার একদল যুবক নৌকা বাইচ দেখতে রওনা হয়। একটি নৌকায় ঘুরে ঘুরে নৌকাবাইচ দেখছিল তারা। কিন্তু একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জিসান নিখোঁজ হয়।
জিসানের বাবা হায়দার শিকদার বলেন, নৌকায় আটজন লোক ছিল। হঠাৎ পানি উঠে সেটি ডুবে যায়।কোনোভাবে অন্যরা সাঁতরে পারে উঠলেও আমার ছেলে আর উঠতে পারেনি। স্থানীয় প্রশাসনের কাছে তার ছেলেকে উদ্ধারের দাবি জানান তিনি।
নৌকাডুবির খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু নানা কারণে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব না হওয়ায় সকালে তারা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু জিসানকে উদ্ধার করতে পারেনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনা শুনেছি। উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে তৎপর আছে।
বিডিপ্রতিদিন/কবিরুল