সারাদেশ থেকে বাছাইকৃত অ্যাডভেঞ্চার প্রেমীদের নিয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী হাইকিং ইন খাগড়াছড়ি। শুক্রবার জেলা সদরের বানৌক রেষ্টুরেন্টে ২ দিনব্যাপী হাইকিং এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
হাইকিং এ দেশের বিভিন্ন জেলার বাছাইকৃত ৩০ জন তরুণ-তরুণী অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন, হাইকিং, পর্যটন খাতের বিকাশের ভূমিকা নিয়ে সম্যাক ধারণা অর্জন করবে। খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি পৌরসভার যৌথ সহযোগীতায় আয়োজিত এ অ্যাডভেঞ্চারটি ১৫অক্টোবর শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সুবিনয় ভট্টাচার্য্য, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ইভেন্ট সমন্বয়কারী সাংবাদিক অপু দত্তসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/হিমেল