বাংলাদেশ আওয়ামী লীগ কোনাবাড়ী থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। সকাল ১০টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের সদস্য মো: আনোয়ার হোসেন ও মো: শহাবুদ্দিন ফরাজী।
কোনাবাড়ী থানা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ মু: আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মন্ডল সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
সম্মেলনকে কেন্দ্র করে কোনাবাড়ী এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। সড়ক-মহাসড়ক ও অনুষ্ঠানস্থলের আশেপাশে অতিথিদের স্বাগত জানিয়ে পদ প্রত্যাশী নেতাদের ব্যানার, ফেস্টুন ও পোষ্টার শোভা পাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম