কর্ণফুলী নদীতে মঙ্গলবার মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। ঘটনার তিন দিন পর কামরুল ইসলাম ও প্রদীপ নামে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। একইসঙ্গে দুর্ঘটনায় পড়া এমভি মাগফেরাতকে উদ্ধার করে তিরে আনা হয়েছে।
মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার সী-রিসোর্স ঘাটসংলগ্ন বয়া এলাকায় র্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন ‘এমভি মাগফেরাত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। জাহাজটিতে ২০ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১৪ জন নিরাপদে তিরে উঠতে সক্ষম হন।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুইজন জাহাজের ভেতরেই রয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল