নাটোরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে নাটোর সদর উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানিয়েছেন, বিষ প্রয়োগের ফলে তার পুকুরের প্রায় ২০০ মন মাছ মরে ভেসে ওঠে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
সুলতানা পান্না নামে ভুক্তভোগী আরও জানান, স্বজনদের থেকে ঋণ নিয়ে ৮ বিঘা পুকুরে ৭ লাখ টাকার পোনা ও ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছগুলো এখন বাজারে বিক্রিযোগ্য হয়েছে। কিন্তু কে বা কারা বিষ প্রযোগ করে তার এমন ক্ষতি করেছে। তিনি বলেন, প্রথমে গ্যাসের প্রভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরে বিষের বোতল ও পলিথিন পড়ে থাকতে দেখি।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল