নেত্রকোনার মদনে দলের বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে দলের একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় দলীয় কার্যালয়ের সমানে মেইন সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দলের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আব্দুল হান্নান তালকদার শামীমকে গত ১১ অক্টোবর (মঙ্গলবার) উপজেলার সাধারণ সম্পাদক করায় এই বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করে মদন-নেত্রকোনা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে।
মানববন্ধন চলাকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন আব্দুল হান্নান তালকদার শামীম। পরবর্তীতে ২০২০ সনে মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদে আব্দুল হান্নান তালুকদার শামীমকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু তিনি এর আগে নৌকার বিদ্রোহী হওয়ায় ৩০ নভেম্বর দলের প্রধান জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিক পত্রে তার মনোনয়ন বাতিল করা হয়।
এ ছাড়াও তিনি বিভিন্ন নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান করার দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে এক ধরনের হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসবের পরেও গত মঙ্গলবার (১১ অক্টোবর) মদন উপজেলা আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সেই বিদ্রোহী আব্দুল হান্নান তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যে কারণে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলের ত্যাগী নেতাদেরকে অপমান করা হয়েছে এবং নিয়ম বহির্ভূত ভাবে লবিং করে দলের শৃঙ্খলাও নষ্ট করা হয়েছে বলে বক্তব্য রাখেন বিগত কমিটির দপ্তর বিষয়ক সম্পাদক ফৌজদার গাঙ্গুলী, পৌর যুবলীগের আহব্বায়ক নূরুল ইসলাম খান, যুবলীগ নেতা মাহবুব, ছাত্রলীগ নেতা আকরাম হাসান, আশিক বাঙ্গালী, আবু হানিফ খান বাপ্পি, পিপুল খান প্রমূখ।
তারা আরও বলেন, যারা দলকে ভালোবাসে তারা কখনোই নিজ স্বার্থ উদ্ধারে বিদ্রোহী হতে পারে না। বিদ্রোহী হওয়া মানেই দলের বাইরে চলে যাওয়া এবং কেন্দ্রীয় নেতাদেরকে অসম্মান করা। এই অসম্মান করা ব্যক্তিরাই যদি দলের কান্ডারি হয় তাহলে দলের প্রতি নেতাদের আস্থা থাকবে না সাধারণ নেতাকর্মীদের। নতুনরাও বিপথগামী হবে। কাজেই তারা দল প্রধান এবং দেশ প্রধান জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল