বগুড়ার নন্দীগ্রামে বাল্য বিয়ে করার অপরাধে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে পৌরসভার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। কারাদন্ডপ্রাপ্ত বর পৌরসভার ওমরপুর গ্রামের মৃত ফটিকের ছেলে ইব্রাহিম আলী (২২)।
জানা গেছে, কয়েকদিন আগে ওমরপুর গ্রামের ইব্রাহিম আলীর সঙ্গে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হাবিবা খাতুনের (১৪) বিয়ে হয়। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানতে পারেন। পরে পুলিশ নিয়ে বরের বাড়িতে হাজির হন। পরে বাল্যবিয়ে করার অপরাধে বর ইব্রাহিম আলীকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন।
বিডি প্রতিদিন/এএম