চুয়াডাঙ্গার বলদিয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মুনতাজ হোসেনের (৩৫) লাশ ছয়দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার সন্ধ্যা ৬টায় দামুড়হুদা সীমান্তের ৮১ নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী ও দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি ও বিএসএফের ইন্সপেক্টর মহেশ রায়।
মরদেহ গ্রহণের পর নিহত মুনতাজ হোসেনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, অবৈধভাবে গরু আনতে গিয়ে গত ৯ অক্টোবর ভোরে বলদিয়া সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে নিহত হন মুনতাজ। এরপর লাশ ফেরত আনতে বিএসএফের সাথে যোগাযোগ করে বিজিবি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন