অবশেষে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের জন্য প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার বিকালে প্রশাসনের পক্ষ থেকে এ অনুমোদন দেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তবে জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁইয়া জানিয়েছেন, ‘উনারাই (বিএনপি নেতারা) পলিটেকনিক ছাত্রাবাসের মাঠটিতে সমাবেশ করার জন্য নির্ধারণ করে আমাদের জানিয়েছেন। আমরা মৌখিকভাবে বলেছি সেখানে করলে আমাদের কোনো সমস্যা নেই। তবে সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এক বিন্দুও ছাড় দেয়া হবেনা।’
এর আগে গত ৬ অক্টোবর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি চায় দলটি। প্রশাসন সেটি অনুমতি না দিয়ে শনিবার দুপুরের সমাবেশের জন্য পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রাবাস মাঠ নির্ধারণ করে দেয়। সন্ধ্যায় পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠ পরিদর্শন করে মঞ্চ নির্মাণের প্রস্তুতি নিয়েছে বিএনপির বিভাগীয় নেতারা।
বিডি প্রতিদিন/এএম