ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘মানবিক গুণাবলির অন্যতম বড় একটি গুণ হচ্ছে রক্তদান। রক্তদাতারা শুধু রক্তই দান করেন না, তারা তাদের অস্তিত্বের একটি অংশ দান করে থাকেন। আর রক্তদাতা সংগঠনের সদস্যরা মানুষের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করেন। তাদের মন-মানসিকতা দেশপ্রেম ও মানবপ্রেমে পূর্ণ।’
শুক্রবার দুপুরে ময়মনসিংহের রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির (বিবিএস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র। অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
সংগঠনের সভাপতি মো. আবিদুর রহমান রনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. জিনাত ঈশিতা আনসারী, সংগঠনটির উপদেষ্টা সুলতান মাহমুদ কনিকসহ প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিবিএসের স্থায়ী কমিটির সদস্য উবায়দুল হক এবং সদস্য সিফাত সুলতানা।
এর আগে, সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তিন শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।
রক্তদানে উৎসাহিত করতে ৩০ বারের বেশি পুরুষ ও ২০ বারের অধিক নারী রক্তদাতাদের সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে। এছাড়াও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ৬৪ জেলার ১৬০টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন বাবদ আয়ের টাকা ছয় অসহায় ব্যক্তির মাঝে চিকিৎসার জন্য বিতরণ করা হয়। পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/এএম