কুমিল্লার দাউদকান্দিতে গণপিটুনিতে দুই গরু চোর গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক রাত দুইটার দিকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার স্থানীয় পিপিয়াকান্দি গ্রামে হারুন মিয়ার বাড়িতে গরু চোর সন্দেহে এলাকাবাসী দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। এতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তি হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁইয়া শনিবার দুপুরে বলেন, এলাকাবাসী দুই গরু চোরকে ধরে গণপিটুনি দিলে দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জায়েদ আলীর পুত্র মুছা (৪০) নিহত হয়।জুয়েল নামের একজন আহত হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের এসআই মুরাদ হোসেন বলেছেন, ঘটনাস্থলে একজন মারা যায়। আহত জুয়েল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ প্রেরণ করেছেন। বাড়ির মালিক হারুন মিয়াকে শনিবার পুলিশ আটক করা হয়েছে। এই ঘটনার মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা