‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র’ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার সকালে এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সখীপুর থানা ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এ শোভাযাত্রায় অংশ নেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মো. আনোয়ার তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা, সখীপুর থান পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন ও সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. করিম প্রমুখ। এসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন সদস্যরা রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/এমআই