গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম-আব্দুল জলিল (৪৮)। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী মধ্যপাড়া এলাকার মৃত ডা: সিরাজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, আব্দুল জলিলের সাথে জমিজমা নিয়ে চাচাত ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন আব্দুল জলিলকে পথে একা পেয়ে বেধরক পিটুনি দেয়। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি মো: মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে ফরহাদ রেজা বাদী হয়ে ৪ জনকে আসামী করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা নিজেদের বাড়ী-ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম