নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। এতে রাঙামাটি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে এতে প্রদান প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়া রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্যাঞ্চলের সন্ত্রাস ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি পুলিশ। পাড়া মহল্লায় মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করতে কাজ করছে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা। পার্বত্যাঞ্চলের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে দুজনকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই