পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত এলাকার ৫০০ গজ ভিতরে এক বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে পরীক্ষার জন্য ব্যাটালিয়নে নেয়া হয়েছে মূর্তিটি।
নীলফামারী- ৫৬ বিজিবির লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টোকাপাড়া সীমান্ত এলাকায় এক বাড়িতে পরিতাক্ত অবস্থায় পড়ে ছিল মুর্তিটি। গোপন সংবাদের ভিত্তিতে টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে মুর্তিটি উদ্ধার করে। পরে পরীক্ষার জন্য নীলফামারী ব্যাটালিয়নে প্রেরণ করা হয়। বস্তুটির ওজন ৯৫ কেজি ৮০০ গ্রাম।
লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম জানান, কষ্টিপাথর না অন্য কোন কিছু তা এখনি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। পরীক্ষার পর মিউজিয়ামে রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম