'কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র " শ্লোগানের মধ্যদিয়ে রাজবাড়ীতে সফলভাবে উদযাপিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২২। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীনের সঞ্চালনায় জেলা প্রশাসক মো.আবু কায়সার খান, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম