‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ স্লোগান সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুলিশ লাইন্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান খাজা শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আহসান কবির এপ্লব, জেলা পুলিশিং কমিটির আহŸায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম