মাগুরা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
আজ রবিবার সকালে সরকারি হোসেন শহীদ চত্বর থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জামরুল তলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, আনিসুজ্জামান সাচ্চু, আব্দুল মান্নান, মইনুল ইসলাম পলাশ, সাজ্জাদুল ইসলাম বিপু, ফজলুর রহমান, শেখ রেজাউল ইসলাম, মুস্তাফিজুর রহমান স্বপন, আলী হোসেন মুক্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ মার্চ জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগে সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। পরবর্তীতে গত ২৫ অক্টোবর ২৯৪ সদস্যের মাগুরা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন